ছেলে-বউ -এর সংসারে জায়গা মেলেনি মা-বাবা -র। আবাস যোজনার বাড়ি ছেড়ে ভাঙা বাড়িতেই তাই দিন কাটছিল। পুরুলিয়ার কোটশিলা কুড়িয়াম গ্রামের ঘটনা। সেই বাড়ি ভেঙেই মৃত্যু হল প্রৌড়ার।
ছেলে-বউ -এর সংসারে জায়গা মেলেনি মা-বাবা -র। আবাস যোজনার বাড়ি ছেড়ে পুরনো ভাঙা বাড়িতেই তাই দিন কাটছিল কল্যাণী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী চিত্তরঞ্জন চট্টোপাধ্যায়ের। পুরুলিয়ার কোটশিলা কুড়িয়াম গ্রামের ঘটনা। সেই বাড়ি ভেঙেই মৃত্যু হল প্রৌড়ার। ঘটনার সময় একাই বাড়িতে রান্না করছিলেন তিনি। তাঁর স্বামী চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় প্রাণে বেঁচে গিয়েছেন। তবে স্ত্রী -র মৃত্যু এখনও মেনে নিতে পাচ্ছেন না তিনি। স্ত্রী -র মৃত্যুতে শোকস্তব্ধ চিত্তরঞ্জন বাবু।