আশি বছরের বৃদ্ধাকে ঝাঁটা দিয়ে পেটানোর অভিযোগ উঠল ছেলে বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দক্ষিন অঙ্গদবেরিয়া গ্রামে। ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার ছেলে জমাত আলি লস্কর ও তাঁর স্ত্রী কারিমা লস্কর -এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের ছেলে। সূত্রের খবর, ছেলে ও বৌমা দীর্ঘ দিন ধরে মারধর করে বৃদ্ধাকে। সম্প্রতি বৃদ্ধার নাতি অর্থাৎ জমাতের ছেলে বিয়ে করলে তা মেনে নেয়নি তাঁর মা-বাবা। অন্যদিকে বৃদ্ধাই আশ্রয় দেয় তাঁর নাতিকে আর সেই কারণেই ঝাঁটা দিয়ে পেটানো হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গুলাল বেওয়া নামের ওই বৃদ্ধা। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।