১৬ মে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। তাঁর প্রয়াণে সাংবাদিকতার জগতে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিকতার জগতে নক্ষত্রপতন শোকস্তব্ধ সাংবাদিকতার জগত। তাঁর এই অকাল প্রয়াণে স্মরণসভার আয়োজন হয় উত্তর দিনাজপুর প্রেসক্লাবে। তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতিচারণ করে শোকসভা শেষ করেই কাজ করতে ঝাপিয়ে পড়ে জেলার সাংবাদিকরা।