গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআইের হাতে চাঞ্চল্যকর তথ্য, সুকন্যা মন্ডলের নামে রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের হদিশ, অ্যাকাউন্টে আসত বিদেশ থেকে টাকা, আজ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের ডাকা হয়েছে
গরু পাচার কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআইের হাতে চাঞ্চল্যকর তথ্য | অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলের নামে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে | আর ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আসত বিদেশ থেকে টাকা | আজ সেই বোলপুরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদের ডাকা হয়েছে | সেই টাকা কোথায় লগ্নি হয়েছে সেটা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা | এর পাশাপাশি জ্যোতির্ময় বলে একজনকে ডাকল সিবিআই | এই জ্যোতির্ময় দাস অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মণ্ডল এর কাছে কাজ করত