বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভোটের প্রচারে অপর্ণা মৌলিক। বরাহনগর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের প্রার্থী তিনি। কীর্তন থেকে শুরু করে সাঁওতালি নাচ চলে শোভাযাত্রায়। শোভাযাত্রায় দেখা গেল বরাহনগরের বিধায়ক তাপস রায়।
২৭ ফেব্রুয়ারি রয়েছে পুরভোট। জেলায় জেলায় জোর কদমে চলছে ভোটের প্রচার। শেষমুহূর্তের ভোটের প্রচার চলছে জোর কদমে। বৃহস্পতিবার তেমনই ছবি দেখা গেল। বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভোটের প্রচারে অপর্ণা মৌলিক। বরাহনগর পুরসভার ১৫ নং ওয়ার্ডের প্রার্থী তিনি। কীর্তন থেকে শুরু করে সাঁওতালি নাচ চলে এদিনের শোভাযাত্রায়। এদিন শোভাযাত্রায় দেখা গেল বরাহনগরের বিধায়ক তাপস রায়। বরাহনগর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (Trinamool candidate) প্রাক্তন পৌর প্রধান বরানগর অপর্ণা মৌলিক পরপর বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। ভোট প্রচারে আর হাতে দুদিন, সে দিকে লক্ষ্য রেখেই আজ ১৫ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পুনরায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেন। কোথাও কীর্তনীয়া কোথাও সাঁওতালি বাদ্যযন্ত্রের সাথে নৃত্য। এই প্রচার শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের উপ মুখ্য সচেতক তাপস রায়। পরপর বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে অপর্ণা মৌলিক জানান।