২০২২-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে আজ। মেধাতালিকায় নাম উঠে এসেছে রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। মাধ্যমিকের অরিত্র সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল আর এবার উচ্চমাধ্যমিকে ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। তার এই কৃতিত্বে খুশি রহড়া রামকৃষ্ণ মিশনের সকলেই।
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় অরিত্র তবে সেখানেও যদি সফল না হয় তাহলে ডাক্তার হতেও আপত্তি নেই অরিত্রর। রামকৃষ্ণ মিশনের মহারাজ জানালেন অরিত্র অলরাউন্ডার ও যে বিষয়ে পড়াশোনা করুক না কেন তাতে সফল ও হবেই।