গণধর্ষণকাণ্ডে ২ বিএসএফ জওয়ানের গ্রেফতারি, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে' মন্তব্য দিলীপের। তিনি আরও বলেন, 'যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা।' শুক্রবার বাংলাদেশে যেতে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দুই BSF জওয়ানকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে আরও এক মিডলম্যান। ধৃতের নাম প্রসন্নকুমার রায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'বাংলার জেলায় জেলায় এরকম মিডলম্যান আছে। এদের বিদেশেও সম্পত্তি থাকতে পারে। এরা টাকা সংগ্রহ করত, লিস্ট নিয়ে আসত।' মানিক ভট্টাচার্য প্রসঙ্গে তিনি বলেন, 'ইডি সিবিআই খুঁজে পায়না। মিডিয়ার হাতে বাড়িতে থাকার ভিডিও। জানা নেই কি রহস্য। হয় ওনাকে ইডি চেনে না। নাহলে অন্য কোনো গল্প আছে।'
গণধর্ষণকাণ্ডে ২ বিএসএফ জওয়ানের গ্রেফতারি, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। 'কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে' মন্তব্য দিলীপের। তিনি আরও বলেন, 'যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা।' শুক্রবার বাংলাদেশে যেতে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে দুই BSF জওয়ানকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে আরও এক মিডলম্যান। ধৃতের নাম প্রসন্নকুমার রায়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'বাংলার জেলায় জেলায় এরকম মিডলম্যান আছে। এদের বিদেশেও সম্পত্তি থাকতে পারে। এরা টাকা সংগ্রহ করত, লিস্ট নিয়ে আসত।' মানিক ভট্টাচার্য প্রসঙ্গে তিনি বলেন, 'ইডি সিবিআই খুঁজে পায়না। মিডিয়ার হাতে বাড়িতে থাকার ভিডিও। জানা নেই কি রহস্য। হয় ওনাকে ইডি চেনে না। নাহলে অন্য কোনো গল্প আছে।'