উপনির্বাচন ঘিরে ধুন্ধুমার বারাবনিতে। ১২ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকেই বালিগঞ্জ এবং আসানসোলে শুরু হয় ভোট। ভোট শুরু হতেই এদিন সকালে বারাবনির ২৪১ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল।
উপনির্বাচন ঘিরে ধুন্ধুমার বারাবনিতে। ১২ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকেই বালিগঞ্জ এবং আসানসোলে শুরু হয় ভোট। ভোট শুরু হতেই এদিন সকালে বারাবনির ২৪১ নম্বর বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার অভিযোগ, বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে পুলিশ কোনও পদক্ষেপই নেয়নি। পুলিশ বুথের ভিতরে ঢোকেন বলেও অভিযোগ তোলেন অগ্নিমিত্রা। বারাবনির বুথে বুথে ঘোরার সময় অগ্নিমিত্রার গাড়ির বনেটের উপর হামলা চালান উত্তেজিত মানুষ। এরমধ্যে কিছু মানুষ বাঁশ এবং লাঠি নিয়ে অগ্নিমিত্রার গাড়ি ভাঙচুর করার চেষ্টা করে। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সমর্থকদের রোষের সামনে থেকে গাড়ির কনভয় নিয়ে পালানোর চেষ্টা করেন অগ্নিমিত্রা। সামনে কিছুটা দূর এগিয়ে পুলিশকে দেখে থেমে পড়েন। বুথের সামনে কেন পুলিশ নেই সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা অভিযোগ করেন, সকাল থেকেই পুলিশের সহযোগিতায় বারাবনির বুথে বুথে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে বারাবনির ওসির অপসারণ চেয়েছেন বলেও জানান তিনি।