অনেক খোঁজাখুজির পর দেখা যায় গাছের উপরে চড়ে রয়েছে বিড়াল সানি। রাতে অনেক চেষ্টা করা হলেও সানিকে গাছ থেকে নামিয়ে আনতে পারেননি মীণাক্ষি। ওই রাতে গাছেই থাকে সানি। ২৩ তারিখ সারাদিনও সানিকে গাছের উপর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হন মীণাক্ষি।
গাছের ডালে বিড়াল। এক ফুট বা ৫ ফুট নয়। প্রথমে ৬০ ফুট। তারপরে আরও ১০ ফুট। মানে ২৩ নভেম়্বর রাতের মধ্যে ৭০ ফুট উপরে এক পুরুষ বিড়াল। আর তাকে উদ্ধার করতেই অশোকনগরে তুলকালাম প়রিস্থিতি। জানা গিয়েছে, ২২ তারিখ বিকেল থেকেই তাঁর পোষ্য বিড়াল সানিকে খুঁজে পাচ্ছিলেন না মীণাক্ষি বালা। অনেক খোঁজাখুজির পর দেখা যায় গাছের উপরে চড়ে রয়েছে বিড়াল সানি। রাতে অনেক চেষ্টা করা হলেও সানিকে গাছ থেকে নামিয়ে আনতে পারেননি মীণাক্ষি। ওই রাতে গাছেই থাকে সানি। ২৩ তারিখ সারাদিনও সানিকে গাছের উপর থেকে নামিয়ে আনতে ব্যর্থ হন মীণাক্ষি। এরপর তিনি স্থানীয় অ্যানিমাল লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের উদ্যোগে ২৩ তারিখ সন্ধ্যায় অশোকনগরের পূর্ব মানিকনগরে মীণাক্ষিদের বাড়িতে যায় দমকল। কিন্তু, বিড়ালটিকে নামিয়ে আনা সম্ভব হয়নি।