চিত্তরঞ্জন লোকোমোটিভ-সহ দেশের সাতটি রেলইঞ্জিন কারখানাকে বিলগ্নীকরণের যে প্রস্তাবকে সমর্থন করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলে এসে বাবুল দাবি করেন, 'রেলইঞ্জিন কারখানাকে বিলগ্নীকরণ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার পিছনে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। পিপিপি মডেল এখন দুনিয়া জুড়ে জনপ্রিয়। বিলগ্নীকরণ মানেই কিন্তু কারখানা বন্ধ করে দেওয়া নয়।'
আসানসোল পুরনিগমের মেয়র তথা তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি বাবুলের দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, 'পিপিপি মডেলেই তো কেন্দ্রীয় সরকার চলছে। কিছু শিল্পপতিদের টাকায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উঠছেন- বসছেন। সেই শিল্পপতিদের সুযোগ পাইয়ে দিতেই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নীকরণ হবে, তাতে আশ্চর্যের কী?' চিত্তরঞ্জন লোকোমোটিভের বিলগ্নীকরণের প্রস্তাবের বিরুদ্ধে ইতিমধ্যেই জোরদার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। শ্রমিকদের একাংশও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।