একের পর এক নেতা মন্ত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের বিরুদ্ধে। কিছুদিন ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককে। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। কিছুদিন আগে তাঁর নামে পোস্টার দেখা গিয়েছিল। যেখানে তাঁকে বহিরাগত বলা হয়েছিল। এবার সেই নিয়েই মুখ খুললেন তিনি। তাঁর কথায় এদেশে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলা হচ্ছে। সেই সঙ্গে কৈলাশ বিজয়বগর্গীয়কেও বহিরাগত বলার কথা তুলে ধরলেন তিনি। সেই সঙ্গেই তিনি জানালোন, যে প্রধানমন্ত্রী এই দেশের মাথা তাঁকে যখন সম্মান দেওয়া হচ্ছে না তাঁকেও সম্মান না করাটাই স্বাভাবিক। তাঁর এই কথাতেই দলের প্রতি তাঁর ক্ষোভ স্পষ্ট বোঝা গিয়েছে। তাঁর কথায় সমর্থন করেছেন বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রাই। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ অরূপ রায়।