পুলিশকে তৃণমূলের পতাকা আর চকলেট দিল বন্ধ সমর্থকরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দেখা গেল এই ছবি। এ দিন দুর্গাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বন্ধ সমর্থনকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। বন্ধ তুলতে পাকিস এলে তাকে উপহার সরূপ তৃণমূলের ঝান্ডা দেওয়া হয়। পুলিশ নিতে না চাইলে এক প্রকার জোর করেই দেওয়া হয়। বন্ধ সমর্থনকারী দের কথায় পুলিশ তৃণমূলের দলদাস। তাই বন্ধ সমর্থকদের এই গান্ধীগিরি।