'কালকে কোনও ভোট হয়নি', ভোট প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট হয়েছে। নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘন্টার বনধ। ১২ ঘন্টার বনধ ডাকেছে বিজেপি। বনধ-এর দিনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পথসভা করেন। পথসভায় ভোট নিয়ে একাধিক মন্তব্য শুভোন্দু-র। 'কালকে কোনও ভোট হয়নি', বললেন শুভেন্দু অধিকারী।
 

রবিবার রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোট হয়েছে। নির্বাচনে সন্ত্রাস,ছাপ্পা ও মারধরের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। বনধ সার্থক করতে রাজ্যজুড়ে রাস্তায় নেমেছে বিজেপি। এদিন বন্ধ সার্থক করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বিধানসভার নন্দীগ্রামের টেঙ্গুয়াতে একটি পথসভা করেন। সেখানেই তিনি নন্দীগ্রামের মানুষদের পঞ্চায়েত ভোট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে। এখন থেকে হিন্দু এলাকা গুলিতে মহিলাদের একজোট করে দূর্গা বাহিনী গড়ে তুলতে হবে বলেন তিনি। পঞ্চায়েত ভোটে তারাই প্রথম থেকে শেষ পর্যন্ত বুথকে আগলে রাখবে। পাশাপাশি  হয়ে যাওয়া পুরনির্বাচনে শাসকদল পুলিশ প্রশাসন গুন্ডাবাহিনী দিয়ে যেভাবে  সন্ত্রাস, কর্মীদের মারধর করেছে তার জন্য বিজেপির প্রার্থীরা আদালতে অভিযোগ দায়ের করেছে। আমদের কাছে সমস্ত তথ্য প্রমান রয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়বো। পাশাপাশি  এদিন নন্দীগ্রামে মানুষকে বন্ধ তুলে নেওয়ার কথাও বলেন তিনি, তিনি বলেন, হঠাৎ করে বন্ধ ডাকায় অনেকের সমস্যা হচ্ছে। তাই দুপুরের পর আর বন্ধের সমর্থনে রাস্তায় নামতে হবে না।

03:00‘সোমবারেই আমি সব ফাঁস করবো’ তৃণমূলকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, দেখুন02:37‘বাংলাদেশের এমন কিছু ভিডিও আছে যা দেখলে শেউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর02:22হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন শুভেন্দু04:00'কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে', জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু
Read more