যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ির ছাদ, সেই বাড়িতেই দিন কাটছে দৃষ্টিহীন বাপি -র

যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বাড়ির ছাদ, সেই বাড়িতেই দিন কাটছে দৃষ্টিহীন বাপি -র

Published : Jul 24, 2021, 06:41 PM ISTUpdated : Aug 05, 2021, 12:20 PM IST

বাড়ির ছাদের কোন কোন অংশ দিয়ে যেমন সূর্যের আলো ঢোকে সে রকমই বৃষ্টি হলে জলও পরে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ির ছাদ। সেই বাড়িতেই থাকে বাপি। তবে কেউ না বললে তা বোঝার উপায় নেই বাপি মন্ডলের। চরম দুর্দশার মধ্যে দিন কাটছে দৃষ্টিহীন বাপির। না পাওয়ার বেদনা বাপির চোখে মুখে। রেশন কার্ড আছে বাপির। সেই রেশন কার্ড দেখিয়ে চাল মেলে মাত্র ২ কেজি। তাঁর আয় বলতে মাত্র হাজার টাকা। তাতে সংসার চলে কোনও মতে। কাউন্সিলরকে বলেও কাজ হয়নি। দৃষ্টিশক্তি না থাকায় মেলেনা কাজও। ক্ষোভের সুরে বলেই ফেললেন বাপি, অন্ধ না হলে কী বারবার এমনভাবে ভিক্ষা চাইতাম। শুধু বাপিই নয়। অভিযোগ করতে ছাড়লেন না বাপির বোন রুপাও। সরাসরি বললেন আট বছর ধরে উত্তর আসানসোলের ব্লু ফ্যাক্টরি এলাকায় থেকেও সরকারি ঘর পেল না তার ভাই। সাড়ে ৩ বছর ধরে আটকে রয়েছে কাজ। লক ডাউন এর বাহানা দিচ্ছে রাজনৈতিক নেতৃত্বরা। তিনি আরও অভিযোগ করেন- তাদের পরে আসা পয়সাওয়ালা লোকেদের সরকারি ঘর হয়ে যাচ্ছে। আর তাদের মিটিংয়ে শুধু নিয়ে যাওয়া হয় তবে মঞ্চে চাপতে দেওয়া হয় না, পাছে না পাওয়ার বেদনা প্রকাশ পায়। অন্ধ বাপি দেওয়াল ধরে ধরে নিজের ঘরে ঢোকে। কোনোমতে খাবারের যোগান হয়। তবে সব সময় তাঁর মাথায় একটা চিন্তাই ঘোরে, চোখ ঠিক থাকলে কাজ করত সে, কাউন্সিলরের কাছে এই ভাবে ভিক্ষা চাইত হত না তাঁকে। 
 

বাড়ির ছাদের কোন কোন অংশ দিয়ে যেমন সূর্যের আলো ঢোকে সে রকমই বৃষ্টি হলে জলও পরে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই বাড়ির ছাদ। সেই বাড়িতেই থাকে বাপি। তবে কেউ না বললে তা বোঝার উপায় নেই বাপি মন্ডলের। চরম দুর্দশার মধ্যে দিন কাটছে দৃষ্টিহীন বাপির। না পাওয়ার বেদনা বাপির চোখে মুখে। রেশন কার্ড আছে বাপির। সেই রেশন কার্ড দেখিয়ে চাল মেলে মাত্র ২ কেজি। তাঁর আয় বলতে মাত্র হাজার টাকা। তাতে সংসার চলে কোনও মতে। কাউন্সিলরকে বলেও কাজ হয়নি। দৃষ্টিশক্তি না থাকায় মেলেনা কাজও। ক্ষোভের সুরে বলেই ফেললেন বাপি, অন্ধ না হলে কী বারবার এমনভাবে ভিক্ষা চাইতাম। শুধু বাপিই নয়। অভিযোগ করতে ছাড়লেন না বাপির বোন রুপাও। সরাসরি বললেন আট বছর ধরে উত্তর আসানসোলের ব্লু ফ্যাক্টরি এলাকায় থেকেও সরকারি ঘর পেল না তার ভাই। সাড়ে ৩ বছর ধরে আটকে রয়েছে কাজ। লক ডাউন এর বাহানা দিচ্ছে রাজনৈতিক নেতৃত্বরা। তিনি আরও অভিযোগ করেন- তাদের পরে আসা পয়সাওয়ালা লোকেদের সরকারি ঘর হয়ে যাচ্ছে। আর তাদের মিটিংয়ে শুধু নিয়ে যাওয়া হয় তবে মঞ্চে চাপতে দেওয়া হয় না, পাছে না পাওয়ার বেদনা প্রকাশ পায়। অন্ধ বাপি দেওয়াল ধরে ধরে নিজের ঘরে ঢোকে। কোনোমতে খাবারের যোগান হয়। তবে সব সময় তাঁর মাথায় একটা চিন্তাই ঘোরে, চোখ ঠিক থাকলে কাজ করত সে, কাউন্সিলরের কাছে এই ভাবে ভিক্ষা চাইত হত না তাঁকে। 
 

05:25SIR-এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ব্যাগ ও বস্তায় ভরে কী নিয়ে যাচ্ছে? দেখুন
07:08'সেমিফাইনাল SIR, ৬০ লক্ষ বাদ'! উলুবেড়িয়ায় দাঁড়িয়ে ১ কোটি নোটিশের হুঁশিয়ারি শুভেন্দুর
04:23SIR Update : এরা কারা? মৃত ভোটার খুঁজতে গিয়ে বাধার মুখে কমিশন, ফলতায় 'প্ল্যান' করে বিক্ষোভ!
14:40সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু
05:58চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?
06:53'শেখ শাহজাহান আমার পুরো পরিবারকে শেষ করতে পারে', ছেলে হারিয়েও আতঙ্কে ভোলা ঘোষ
08:11'বাংলায় বাবরি মসজিদ হতে দেব না' উলুবেড়িয়া থেকে হুমায়ুনকে চরম বার্তা শুভেন্দুর
07:58Krishnanagar : মুখ্যমন্ত্রীকে দেখতে এসে সর্বনাশ! কৃষ্ণনগরের সভাতেই খোয়া গেল ৩ মহিলার সোনার হার
07:48'শেখ শাহজাহান বসিরহাটের জেল থেকেই হামলা করিয়েছে', বিস্ফোরক শুভেন্দু অধিকারী
04:21SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া