বীরভূমে যেতে হলে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলায় বাধ্যতামূলক করোনা পরীক্ষা। তারাপীঠে যেতে হলেও করাতে হবে করোনা পরীক্ষা। বীরভূমের মোট তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। সেখানে করোনা পরীক্ষার পরই মিলবে ছাড়পত্র। করোনা রিপোর্ট পজিটিভ হলে তাঁকে সেফ হোমে রাখা হবে। এছাড়াও সেখানে পর্যটকদের মানতে হবে করোনা বিধি। বীরভূমের জেলাশাসক ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন।