আগামী ২৪ শে জুলাই রয়েছে গুরুপূর্ণিমা। গুরুপূর্ণিমায় এক দিনের জন্য খুলছে বেলুড় মঠ। খোলা থাকবে বেলুরমঠের মূল মন্দির। করোনা বিধি মেনেই মন্দিরে প্রবেশাধিকার দর্শনার্থীরা। সকাল ৭ টে ৩০ মিনিট থেকে খুলবে মন্দিরের দরজা। মন্দির খোলা থাকবে বেলা ১১ টা পর্যন্ত। অন্যদিকে মন্দির খুলবে বিকেলে ৪ টে নাগাদ। ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে মন্দির।
আগামী ২৪ শে জুলাই রয়েছে গুরুপূর্ণিমা। গুরুপূর্ণিমায় এক দিনের জন্য খুলছে বেলুড় মঠ। খোলা থাকবে বেলুরমঠের মূল মন্দির। করোনা বিধি মেনেই মন্দিরে প্রবেশাধিকার দর্শনার্থীদের। সকাল ৭ টে ৩০ মিনিটে খুলবে মন্দিরের দরজা। মন্দির খোলা থাকবে বেলা ১১ টা পর্যন্ত। অন্যদিকে মন্দির খুলবে বিকেলে ৪ টে নাগাদ। ৫ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে মন্দির। মন্দিরের তরফ থেকেই জানান হয়েছে বিস্তারিত। মন্দিরের ভিতরে মাস্ক আবশ্যক।