হাওড়া স্টেশনের বাইরে বাঙালি নিগ্রহ, প্রতিবাদে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ

হাওড়া স্টেশন লাগোয়া দোকানদারদের কড়া শাসানি বাংলা পক্ষের। বাঙালিদের হেনস্থা বন্ধ করার ডাক, নচেৎ ফল ভালো হবে না- বাংলাপক্ষ। প্রশাসন এবং রেলপুলিশকে তৎপর হতে আহ্বান বাংলা পক্ষের। হাওড়া স্টেশনের বাইরে অবাঙালি দোকানদের হাতে হেনস্থা বাঙালির। এই অভিযোগে সরব হয়ে বাংলা পক্ষের প্রতিবাদ হাওড়া স্টেশনে বাইরে। প্রতিবাদে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পারিষদ সদস্য কৌশিক মাইতি।  

ফের তীব্র প্রতিবাদ আঁছড়ে পড়ল বাংলা পক্ষের। এবার হাওড়া স্টেশনের বাইরে প্রতিবাদে সরব হল বাংলা এবং বাঙালির স্বার্থরক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাওয়া এই গণসংগঠন। বাংলা পক্ষের অভিযোগ, হাওড়া স্টেশনের বাইরে রোজ অবাঙালি দোকানদার বাঙালিদের হেনস্থা করছে এবং মারধর করছে। কিছুদিন আগেই স্টেশন লাগোয়া একটি দোকানদার এক বাঙালি খদ্দেরকে মারধর করে মোবাইলে কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বাংলা পক্ষের দাবি, নিগৃহীত বাঙালি ভদ্রলোক দোকানদার বেশি দাম চাওয়ায় প্রতিবাদ করেছিলেন। তার পরিণামে এই ঘটনা। এমন ঘটনা আকছাড় ঘটছে। বাংলা পক্ষের অভিযোগ, প্রশাসন সব জেনেও নিশ্চিত। বাঙালি যদি আজ নিজের বাসভূমে সুরক্ষিত না হয় তাহলে কোথায় তারা সুরক্ষা পাবে। এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, বাংলার বাঙালি অন্তত ৮৬ শতাংশ। সুতরাং ফুটপাত থেকে শুরু করে চাকরি- সব জায়গায় ৮৬ শতাংশ বাঙালি রাখতে হবে।

05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে07:45'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে' বিস্ফোরক মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর03:19South 24 Parganas News Today: সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও!