বালিতে পালিত হল মুখ্যমন্ত্রীর জন্মদিন। বালির নিমতলা অঞ্চলে সেখানকার কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সদস্যরা এই জন্মদিনের আয়োজন করেন। মুখ্যমন্ত্রীর ৬৬ তম জন্মদিন উপলক্ষে বস্তির ৬৬ জন শিশুকে দিয়ে কেক কাটানো হয়। সেই কেকের ওপরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেকের ওজন সাড়ে ৬ কেজি, জানালেন উদ্যোক্তারা। সেই সঙ্গেই তাঁরা নেত্রীর দীর্ঘায়ু কামনা করলেন, এছাড়াও নেত্রী যাতে সব কাজে সফল হন তাঁরও কামনা করেন তারা। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করে খুশি অনুষ্ঠানের উদ্যোক্তা তথা তৃণমূল নেতারা।