ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় অনেকেরই। সেই সময়েই ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় অভিজিৎ সরকারের। প্রাণহানির আশঙ্কা জানিয়ে শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় অনেকেরই। সেই সময়েই ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয় বেলেঘাটার অভিজিৎ সরকারের। প্রাণহানির আশঙ্কা জানিয়ে শুক্রবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। প্রাণহানির আশঙ্কা নিয়ে এবার সিবিআইএর দ্বারস্থ তাঁরই দাদা। অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারকে সিবিআই ডেকে পাঠায়। শুক্রবার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে যান তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, তাঁরা আতঙ্কে রয়েছেন। বিশ্বজিৎ সরকার বলেন, সিবিআই ডেকেছিল আজ। আমরা এমএলএ পরেশ পাল এবং নারকেলডাঙার ওসি শুভজিৎ সেনের নামে শিয়ালদহ কোর্টে অভিযোগ করেছিলাম। সেই কেসে কোর্টে অভিযোগ করার সমস্ত ডকুমেন্টস নিয়ে সিবিআই আসতে বলেছিল। এবার ওনারা দেখবেন। যে কপিটা পুলিশ কমিশনারকে দিয়েছিলাম সেটাই ওনাদের দিয়ে গেলাম।