মঙ্গলবার ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় মৃত পরিবারের পাশে রাজনৈতিক নেতৃত্বরা। তাঁদের সমবেদনা জানাতে সেখানে যান রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার ধূপগুড়ির মর্মান্তিক পথ দুর্ঘটনা গ্রস্ত কনের বাড়ির লোকেদের সাথে গিয়ে দেখা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, ধুপগুড়ির বিধায়ক মিতালী রায়, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাপতি সহ সভাপতি সহ জেলা ও ব্লক স্তরের নেতারা। সেই সঙ্গেই সেখানে যান বজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।