উপনির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদিয়ার করিমপুরে। বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হল। তার আগে বেপরোয়াভাবে কিল, চড়, ঘুষি মারা হয় বিজেপি প্রার্থীকে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। এ দিন সকাল থেকেই পিপুলখোলায় উত্তেজনা ছিল। তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। এলাকায় যা বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তার মধ্যেই জয়প্রকাশকে হাতের কাছে পেয়ে তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ। মারধরের পর লাথি মেরে বিজেপি প্রার্থীকে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।