জঙ্গল মহলে মুন্ডন করে জয়ের শপথ নিল বিজেপি যুব মোর্চার সদস্যরা। রানীবাধ থেকে বিজেপি যুব মোর্চার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি সুনীল রুদ্র মন্ডল সহ ১২ জন যুব কর্মী জয়ের লক্ষ্যে মাথা মুন্ডন করেন সেখানে। বাঁকুড়া জেলার ১২টি বিধানসভায় জিতবে বিজেপি সেই সংকল্প নিয়েই ১২জন মাথা মুন্ডন করে শপথ নিলেন তাঁরা। গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার বিজেপি সাংগঠনিক কার্যকর্তাদের নিয়ে বৈঠক করে দলীয় কর্মীদের বিধানসভা নির্বাচনে প্রস্তুতির পরামর্শ দিয়েছেন। বাংলায় বিজেপি আসছে এমন মন্তব্য করে দলীয় কর্মীদের উৎসাহ দিয়েছেন তিনি। এবার জয়ের লক্ষ্যে বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা জয়ের শপথ নিলেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। এই নিয়ে অবশ্য পাল্টা দাবি সেখানকার তৃণমূলের বিধায়কের। তিনি বলেছেন এই সব নাটক, মাথা মুন্ডন করে কখনও মানুষের মন পাওয়া যায় না। এর জন্য প্রয়োজন উন্নয়ন। জঙ্গলমহলের মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তাই এই এলাকার মানুষের মুখ্যমন্ত্রীর প্রতি পুর্ন আস্থা রয়েছে।