চা বানানো নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বৃবস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার একটি দলীয় সভা থেকে তিনি কটাক্ষ করে বলেন, 'দিঘায় মুখ্যমন্ত্রী চা খাওয়াচ্ছেন। নরেন্দ্র মোদী চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, আর তিনি মুখ্যমন্ত্রী থেকে চাওয়ালি হবেন। তাতে আর পার্থক্য।' সায়ন্তন বসু তৃণমূল নেতাদেরও কটাক্ষ করে বলেন, নবান্নে তাঁদেরকে একটি চা বানানোর জায়গা এবং উনুন দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সফরের সময় দিঘার দত্তপুর গ্রামে গিয়ে একটি চায়ের দোকানে ঢুকে যান। সেখানে নিজে হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ান তিনি।