দেশের সুরক্ষার জন্য, ঘর পরিবার থেকে বহু দূরে বিএসএফ জওয়ানরা , তাদের সুরক্ষার জন্য ভাইফোঁটা দিল বিজেপি মহিলা মোর্চা |
দেশের সুরক্ষার জন্য, ঘর পরিবার থেকে বহু দূরে বিএসএফ জওয়ানরা | তাদের সুরক্ষার জন্য ভাইফোঁটা দিল বিজেপি মহিলা মোর্চা | দক্ষিণ দিনাজপুর বংশীহারী থানার মহিপালের সাটিমারী বিএসএফ ক্যাম্পে পালিত হল ভাতৃদ্বিতীয়া উৎসব | এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সেই সমস্ত জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে তাদের ভাইফোঁটা দেয়া হয়।