জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে সবাইকে নিয়ে ফুচকা খেলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় চন্দননগরের বিখ্যাত বাগবাজারের পুজো দেখতে যান লকেট। সেখানেই একটি স্টলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েন তিনি। তবে শুরুতেই তিনি বিক্রেতাকে ঝাল কম দিতে বলেন। তার পরেও অবশ্য ফুচকা খেয়ে বেশ ঝাল লাগে লকেটের। লঙ্কার ঝাঁঝ সামলেই দশটি ফুচকা খান সংসদ। মজা করে একটু ফাউ ফুচকাও চেয়ে নেন তিনি। সবমিলিয়ে প্রায় পনেরোজনকে ফুচকা খাওয়ান লকেট।
ফুচকা খেতে খেতেই লকেট বলেন, এখানকার সাংসদ হওয়ার পর চন্দননগরেই আমার ঘর, বাড়ি। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে আমি ফুচকা খাব, এটা আমি ভাবতেও পারিনি। খুব ভাল লাগছে, ছোট বেলার কথা মনে পরে যাচ্ছে। ঠাকুরও দেখা হলো, মানুষের সঙ্গেও দেখা হলো।