শ্রীরামপুর বটতলা এলাকায় যুব কংগ্রেসের পথ অবরোধে আটকে গেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রায় পনেরো মিনিট আটকে থাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিজেপি কর্মী, সমর্থকরা। সাংসদের গাড়ি ছেড়ে দেওয়া নিয়ে যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে তাঁদের বচসা এবং মৃদু ধস্তাধস্তি হয়। এর পর পুলিশের হস্তক্ষেপে এলাকা ছাড়েন হুগলির সাংসদ।
দলীয় নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে এ দিন সকালে শ্রীরামপুরের বটতলা মোড়ে পথ অবরোধ করে যুব কংগ্রেস। তখনই সেখানে এসে পড়ে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি। রিষড়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি সাংসদ।