কালিম্পংয়ের সিঞ্জিতে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের গাড়িতে হামলার অভিযোগ উঠল। এ দিন দুপুরে কালিম্পংয়ের সিঞ্জিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ। অভিযোগ সেখানেই সাংসদের গাড়ির উপরে হামলা চলে। সাংসদের গাড়ি ভাঙচুর হলেও তাঁর নিজের কোনও আঘাত লাগেনি। অভিযোগের তির বিনয় তামাং পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূল সমর্থকদের দিকে। হামলার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গোর্খা জনমুক্তি মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি-র তরফে কালিম্পং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা। যদিও বিজেপি-র এই অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা।