রাজ্য সরকারকে ফের 'তুলোধোনা' দিলীপ ঘোষের। গত ৯ জুলাই গোপাল নগরের কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দিলীপ ঘোষ বলেন, আগ্নেয়াস্ত্র এখন সব্জির মত পাওয়া যাচ্ছে। 'তারপর সেই আগ্নেয়াস্ত্র দিয়ে লোক মারছে'। 'তৃনমূলের লোক মরলে চিৎকার করছে'। 'বিজেপির লোক মরলে তখন এরা চুপচাপ থাকছে'। শিয়ালদহ মেট্রো প্রসঙ্গে বলেন, কেন্দ্রের টাকায় মেট্রো হয়েছে। 'উদ্বোধনে কাকে আমন্ত্রণ করবে সেটা কেন্দ্রই ঠিক করবে'।
রাজ্য সরকারকে ফের 'তুলোধোনা' দিলীপ ঘোষের। গত ৯ জুলাই গোপাল নগরের কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দিলীপ ঘোষ বলেন, আগ্নেয়াস্ত্র এখন সব্জির মত পাওয়া যাচ্ছে। 'তারপর সেই আগ্নেয়াস্ত্র দিয়ে লোক মারছে'। 'তৃনমূলের লোক মরলে চিৎকার করছে'। 'বিজেপির লোক মরলে তখন এরা চুপচাপ থাকছে'। শিয়ালদহ মেট্রো প্রসঙ্গে বলেন, কেন্দ্রের টাকায় মেট্রো হয়েছে। 'উদ্বোধনে কাকে আমন্ত্রণ করবে সেটা কেন্দ্রই ঠিক করবে'।