কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আলিপুরদুয়ার শহরে ধুন্ধুমার আরএসএস- এর। নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে আরএসএস দফতরে হামলা চলছে, এই অভিযোগেই এ দিনের প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পুলিশের বাধা উপেক্ষা করে এসপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে আরএসএস বাহিনী। যার জেরে ধস্তাধস্তি শুরু হয় দু' পক্ষের মধ্যে। তৈরি হয় চরম উত্তেজনা। পুলিশের দিকে রীতিমতো মারমুখী হয়ে তেড়ে আসেন আরএসএস সমর্থকরা। পাল্টা প্রতিরোধ গড়ে পুলিশও। চরম বিশৃঙ্খলা তৈরি হয় শহর জুড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। বেশ কিছু দোকানপাটও বন্ধ হয়ে যায়।
মারমুখী আরএসএস বাহিনীকে সামাল দিতে কালঘাম ছোটে পুলিশের। কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় তারা। আপাতত চরম উত্তেজনা রয়েছে শহরে। পুলিশের বাধা পেয়ে শেষ পর্যন্ত রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান সাংসদ নিশীথ প্রামাণিক। পরে পুলিশ এসে বোঝানোর পর তিনি এলাকা ছাড়েন।