কিশোর কুমারের জন্মদিনে বিজেপি- তৃণমূল দ্বন্দ্ব , টালিগঞ্জে শুরু রাজনৈতিক তরজা

কিশোর কুমারের জন্মদিনে বিজেপি- তৃণমূল দ্বন্দ্ব , টালিগঞ্জে শুরু রাজনৈতিক তরজা। আজ দেশ জুড়ে কিশোর কুমারের জন্মদিন পালন হচ্ছে। এই জন্মদিনন পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতণ্ডায় জড়িয়ে পড়ল রাজ্যের শাসক দল ও বিরোধী দল। টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করেই শ্রদ্ধাজ্ঞাপন করে আসছে কিশোর-অনুরাগীরা। বিজেপির অভিযোগ, তাঁদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি বলে অভিযোগ বিজেপির। অনুমতি না পাওয়ার কারণে টালিগঞ্জ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে কিশোর কুমারের একটি ছবিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সারতে হয় বিজেপিকে। বিজেপির রুদ্রনীল ঘোষ সাংবাদিকদের বলেন, 'কিশোর কুমার কারও একার নন।' 'কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নন।' 

কিশোর কুমারের জন্মদিনে বিজেপি- তৃণমূল দ্বন্দ্ব , টালিগঞ্জে শুরু রাজনৈতিক তরজা। আজ দেশ জুড়ে কিশোর কুমারের জন্মদিন পালন হচ্ছে। এই জন্মদিনন পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতণ্ডায় জড়িয়ে পড়ল রাজ্যের শাসক দল ও বিরোধী দল। টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করেই শ্রদ্ধাজ্ঞাপন করে আসছে কিশোর-অনুরাগীরা। বিজেপির অভিযোগ, তাঁদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হয়েছে। পুলিশের কাছে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি বলে অভিযোগ বিজেপির। অনুমতি না পাওয়ার কারণে টালিগঞ্জ মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে কিশোর কুমারের একটি ছবিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান সারতে হয় বিজেপিকে। বিজেপির রুদ্রনীল ঘোষ সাংবাদিকদের বলেন, 'কিশোর কুমার কারও একার নন।' 'কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নন।' 

02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা03:06হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু02:32মমতার প্রশাসনকে বেলাগাম তুলোধোনা অগ্নিমিত্রা পালের, দেখুন কী বললেন বিজেপি নেত্রী03:31২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, চুঁচুঁরায় পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা