'বিজেপি কোনওভাবেই সাম্প্রদায়িক নয়'। সাফ দাবি হলদিয়ার বিজেপি নেতা আরমান ভোলার। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা আরমান। শুভেন্দু-র পর পরেই তিনি তৃণমূল ত্যাগ করেন। দাদার অনুগামী হওয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা। গত কয়েক মাসে এই সব মামলা হয়েছে বলে দাবি। হলদিয়ায় প্রবেশাধিকারও ছিল না আরমান ভোলার। সম্প্রতি হলদিয়ায় প্রবেশাধিকার পেয়েছে আরমান। হলদিয়া ও নন্দীগ্রামে বিজেপি-র জয় হবে, দাবি আরমানের।