প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, ভাঙচুর বিজেপি পার্টি অফিস। খড়্গপুরে বিজেপির পার্টি অফিসে চলে ভাঙচুর। টায়ার জ্বালিয়ে চলে বিজেপি কর্মীদের প্রতিবাদ। বিজেপি কর্মীদের প্রতিবাদে উত্তপ্ত গোটা এলাকা। মণ্ডল সভাপতির পোস্টার ছিঁড়ে ফেলা হয়।
প্রার্থী করেনি, খড়্গপুরের বিজেপির কার্যালয়ে ভাঙচুর বিজেপি কর্মীদের,টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ বিজেপি কর্মীদের। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাফিয়া ডন শ্রীনু নাইডু বিরুদ্ধে লড়াই করে পুলিশের কেস খেয়ে লোকসভা ও বিধানসভা নির্বাচনে থেকে লিড দিয়েছিলাম দিলীপ ঘোষকে আর সেই দিলীপ ঘোষ প্রতিদান দিল বাইরে থাকা মন্ডল সভাপতি কে। মণ্ডল সভাপতি কে ১৮ নম্বর ওয়ার্ডে থেকে প্রার্থী করা হয় হয় আর এরই প্রতিবাদে বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা ছবি সভাপতির অফিসে ব্যাপক ভাঙচুর চালায় ভাঙচুর চালায় বিজেপির ১৮ নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্রের প্রমুখ লিপু বেরা । ভাংচুরের পাশাপাশি মণ্ডল সভাপতির পোস্টার ছিঁড়ে ফেলে দেয় বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা গতকাল রাতে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি আর তারপর সকাল হতে না হতেই খড়গপুর সদর বিজেপির খাস তালুকে ব্যাপক ভাঙচুর ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হল।