সাংসদের দেখানো পথেই এবার হাঁটলেন বিজেপির কর্মীরাও। ২১-এর বিধানসভা ভোটে সাফল্য় কামনায় মাথা মুড়িয়ে যজ্ঞ করলেন শ্মশানকালীর মন্দিরে। এমনই ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার পাত্রসায়র।
রাঢ় বাংলার জেলা বাঁকুড়ায় মন্দিরের অভাব নেই। পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়ে শ্মশানকালীর মন্দির বুধবার জড়ো হয়েছিলেন বিজেপির মজদুর সেলের কর্মীরা। মন্দির চত্বরে মাথা মুড়িয়ে যজ্ঞ করলেন ৫১ জন। বাদ গেলেন না বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বাপি হাজরাও। প্রার্থনা একটাই, করোনা অতিমারী থেক মুক্তি আর রাজ্যে তৃণমূল শাসনের অবসান।এর আগে সোমবার, শ্রাবণ মাসের সংক্রান্তিতে বিষ্ণুপুরের ডহর গ্রামে ষাঁড়েশ্বর শিব মন্দিরে মাথা মুন্ডন করে যজ্ঞ করেছিলেন স্থানীয় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেদিন যজ্ঞ শেষে আত্মরক্ষা জন্য দলের যুব মোর্চার হাতে ত্রিশূল তুলে দেন তিনি।