নবান্ন অভিযান, কলকাতা থেকে জেলায় ধর পাকড়। বিজেপি নবান্ন অভিযান-কে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। সোমবার দুপুর থেকে জেলায় জেলায় ধরপাকড়। হাওড়া জেলায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। নবান্নকে ঘিরে সব রাস্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা । বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ । সাঁতরাগাছির সামনে বিশাল ব্যারিকেড। গঙ্গাবক্ষে পুলিশের বিশেষ টহলদারি। হাওড়া ফোর-শো রোডেও ব্যারিকেড। হাওড়া স্টেশন থেকে কেউ যাতে আসতে না পারে। বিদ্যাসাগর সেঁতুর আগেও কড়া পুলিশি ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে জল কামান, বজ্র যান।
নবান্ন অভিযান, কলকাতা থেকে জেলায় ধর পাকড়। বিজেপি নবান্ন অভিযান-কে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। সোমবার দুপুর থেকে জেলায় জেলায় ধরপাকড়। হাওড়া জেলায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। নবান্নকে ঘিরে সব রাস্তায় ত্রিস্তরীয় নিরাপত্তা । বন্ধ করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজ । সাঁতরাগাছির সামনে বিশাল ব্যারিকেড। গঙ্গাবক্ষে পুলিশের বিশেষ টহলদারি। হাওড়া ফোর-শো রোডেও ব্যারিকেড। হাওড়া স্টেশন থেকে কেউ যাতে আসতে না পারে। বিদ্যাসাগর সেঁতুর আগেও কড়া পুলিশি ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে জল কামান, বজ্র যান।