করোনা আবহে বিয়ে হচ্ছে অনেকেরই। কিন্তু এই বিয়ে বাকি সব বিয়ের থেকে অনেকটাই আলাদা। এখানে বিয়ের সঙ্গে সঙ্গেই চলছে সমাজসেবামূলক কাজও। এমনই ছবি দেখা গেল নদিয়ার ধুবুলিয়ায়। সেই সমাজসেবামূলক কাজের মধ্যে যেমন ছিল রক্তদান শিবির, ঠিক তেমনই সেই সঙ্গেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্মান প্রদানও করা হয় সেখানে। এমনকি বিয়েতে যারা এসেছেন তাদের প্রত্যেককে গাছ দেওয়া হবে বলেও জানিয়েছেন পাত্রীর বাবা রুস্তম আলী। কিছুদিন আগেই আম্ফানের ফলে অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই কারণেই এই গছ দেওয়ার কথা ভাবা। পাত্রী নুরজাহান খাতুন পেশায় স্কুল শিক্ষীকা। তাঁর কথাতেই এই সব আয়োজন।