বনগাঁর নতুন পুলিশ সুপার জয়িতা বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন বনগাঁ শহরের বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করলেন, দর্শনার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই এই পরিদর্শন
বনগাঁ শহরের পুজো পরিদর্শন করলেন বনগাঁর নতুন পুলিশ সুপার জয়িতা বসু | পুলিশ সুপার জয়িতা বসুর সাথে পুলিশ আধিকারিকরা ও ছিল | বনগাঁ শহরের বেশ কয়েকটি পুজো প্যান্ডেল তারা পরিদর্শন করলেন | বনগাঁ ১২ পল্লীর, গান্ধী পল্লীর পূজা মন্ডপ, অভিযান সংঘের পূজা মন্ডপ সহ অনেকগুলো পুজো প্যান্ডেল জয়িতা বসু ও পুলিশ আধিকারিকরা পরিদর্শন করেন | দর্শনার্থীদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই এই পরিদর্শন বলে জানান পুলিশ সুপার জয়িতা বসু