সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিল ধরেই। আর তার জেরেই প্রেমিকার গলা কেটে খুনের চেষ্টা প্রেমিক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর -এর মহিষাদল থানার বাসুলিয়ায়। অভিযুক্ত যুবকের নাম অসীম ঝুলকি (২৫) ও যবতির নাম সুচিত্রা বাড় (১৭)। ঘটনার দিন সন্ধ্যা ৭ টা নাগাদ টিউশনি সেরে বাড়ি ফিরছিল সুচিত্রা। সেই সময়ই অসীম ঘিরে ধরে তাঁকে। তারপর তাঁর হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এর পরে ঘরে ফিরে অসীমকে ফোন করে সুচিত্রা। সেই সময় সূচিত্রাকে দেখা করতে বলে অসীম। সূচিত্রা দেখা করতে গেলে তাঁর মা ও দিদি যায় তাঁর সঙ্গে। সেই সময়েই দু'জনের মধ্যে বচসা হয়। তার পরেই ধারালো অস্ত্রের কোপ মারে। তার পরে সেই অস্ত্র দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে দু'জনকে উদ্ধার করে প্রথমে মহিষাদল বাসুলিয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায় ও পরে সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।