দু'দিনের বর্ষণে শিলাবতী নদীর জলস্ফিতী, ভেসে গেল গ্রামের বহু গ্রামের সংযোগকারি সেতু,ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। জাওয়াদ এর জেরে দুদিন ধরে বর্ষন শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে৷ তার জেরে ফের জলস্তর বেড়েছে ঘাটালের শীলাবতী নদীতে ৷তার জেরেই নদীর ওপরে থাকা সংযোগকারী বাঁশের সেতু ভেঙ্গে ভেসে গেল ৷
দু'দিনের বর্ষণে শিলাবতী নদীর জলস্ফিতী, ভেসে গেল সেতু,ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। জাওয়াদ এর জেরে দুদিনের টানা বৃষ্টির জেরে ফের জলস্তর বেড়েছে ঘাটালের শীলাবতী নদীতে৷ তার জেরেই নদীর ওপরে থাকা সংযোগকারী বাঁশের সেতু ভেঙ্গে ভেসে গেল৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের বেড়াবেড়িয়া গ্রামে। ওই গ্রামে শিলাবতী নদীর উপর দিয়ে যাতায়াত ৭ টি গ্রামের মানুষের। বেড়াবেড়িয়া, ডিঙ্গাল, ফুলচক, হিজলি সহ ৭ টি গ্রামের মানুষ যাতায়াত করত ওই বাঁশের সাঁকো দিয়ে। এলাকার মানুষই নিজেদের যাতায়াতের সুবিধার জন্য উদ্যোগ নিয়ে ওই সাঁকো তৈরি করেছিল বলে জানাযায়। সোমবার নদীর জলস্তর বেড়ে গিয়ে তা ভেঙে যায়।এর জেরে নদী পারাপারে চরম ভোগান্তিতে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা বিকাশ দে বলেন সাঁকো ভেঙে যাওয়ায় চরম সমস্যা হচ্ছে। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান দ্রুত স্থায়ী সেতু তৈরী করে দেওয়ার জন্য ৷