নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের নামে তাণ্ডব চলল কোনা এক্সপ্রেসওয়ের উপরে। দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখার পাশাপাশি একের পর এক বাসে ভাঙচুর চালালো উন্মত্ত জনতা। অন্তত পনেরোটি বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কোনওক্রমে বাস থেকে নেমে পালান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। তাদেরকে লক্ষ্য করেও ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর করে আগুন ধরায় জনতা। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।