অনুব্রত মণ্ডল ঘনিষ্ট বোলপুর পুরসভা কর্মীর বাড়িতে বিদ্যুৎবরণ গায়েনের এবার হানা দিল সিবিআই । আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ তুলেই সিবিআই হানা দেয় পুরসভা কর্মীর বাড়িতে ।
বোলপুর পুরসভা কর্মী বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে এবার হানা দিল সিবিআই | বিদ্যুৎবরণ গায়েন অনুব্রত মণ্ডল ঘনিষ্ট ব্যাক্তি | বোলপুর পৌরসভায় মাসিক কয়েক হাজার টাকার বেতনে খালাসির কাজ করতেন তিনি | কিন্তু তার বর্তমানে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা | আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হদিস পায় সিবিআই | তাই আজ বোলপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই