বুলবুলের মোকাবিলায় রাজ্যের প্রশংসা মোদী সরকারের, জানালেন মমতা, দেখুন ভিডিও

  • ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্যের ভূমিকার প্রশংসায় কেন্দ্রীয় সরকার
  • কাকদ্বীপে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আগাম সতর্ক হয়ে রাজ্য সরকার যেভাবে বুলবুলের মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করেছে, কেন্দ্রীয় সরকারের তরফে তার প্রশংসা করা হয়েছে। এ দিন কাকদ্বীপে বুলবুলের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক করতে গিয়ে সরকারি আধিকারিক এবং কর্মীদের এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির পরিমাণকে সীমিত রাখতে যেভাবে সরকারের বিভিন্ন দফতরের কর্মী এবং আধিকারিকরা় যেভাবে তৎপরতার সঙ্গে কাজ করেছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কর্মীদের মানবিকতার খাতিরে কিছুটা বাড়তি সময় কাজ করার অনুরোধও করেন তিনি।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'গত শনিবার আমি সারারাত কাজ করেছি। সিভিল ডিফেন্স, পুলিশ- সহ সবাই করেছে। প্রায় দু' লক্ষ মানুষকে অন্যত্র সরানো হয়েছে। এর ফলে আপনারা মৃত্যুর সংখ্যাটা কমাতে পেরেছেন। এটা আপনারা একটা বড় কাজ করেছে। ভারত সরকারও আপনাদের এই কাজের প্রশংসা করেছে।' বুলবুল আছড়ে পড়ার পরই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেন তিনি। 
 

04:21কীভাবে দেশ রক্ষা পাবে ধর্ম রক্ষা পাবে? ভরা সভায় উপায় বলে দিলেন দিলীপ ঘোষ03:24Agnimitra Paul News: ‘তৃণমূলের ভীত হচ্ছে চোর ডাকাত’ মমতাকে সরাসরি তোপ অগ্নিমিত্রার02:19যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট04:01মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর! ২৬-এ হবে আসল খেলা, দেখুন02:30ক্যানিং-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি04:25Suvendu Adhikari News: কোলাঘাটে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বললেন শুভেন্দু02:07‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ শুভেন্দুর তীব্র হুঙ্কার02:28নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!03:13Suvendu Adhikari : সেদিন আমি ওদের বুকের উপর দাঁড়িয়ে আরতি করে এসেছি': শুভেন্দু03:16মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন