খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারি প্রকল্প থেকে কাউন্সিলর এবং দলের নেতারা কাটমানি আদায় করছেন বলে তাঁর কাছে খবর আছে। তার পরেই কাটমানি ফেরত চেয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ দায়ের হয়েছে বীরভূমে। কিন্তু বোলপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, ওই পুরসভার কোনও কাউন্সিলর কাটমানি নেননি। এই অভিযোগ ভিত্তিহীন বলে আমজনতার দিকেই পাল্টা আঙুল তুলেছেন তিনি।
বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পে সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। বোলপুর পুরসভার ২, ৬ নম্বর ওয়ার্ড- সহ সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন কাটমানি ফেরতের দাবিতে। এর পরেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে শুক্রবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন পুরপ্রধান সুশান্ত ভকত। কাউন্সিলরদের পাশে দাঁড়িয়ে তাঁর দাবি, গোটাটাই মিথ্যে অভিযোগ। কাউন্সিলররা বাড়ি তৈরি করে দিতে গরিব মানুষকে সাহায্য করছেন বলেই পাল্টা দাবি করেছেন তিনি।