চন্দননগরে তৃণমূলের জয়জয়কার, আকাশে উড়ছে সবুজ আবির

৪ পুরসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। চন্দননগরে ৩০টিতে তৃণমূল এগিয়ে ১টিতে বামেরা এগিয়ে। চন্দননগরে আনন্দে মেতেছে তৃণমূলের কর্মীরা। চন্দননগরের আকাশে উড়ছে সবুজ আবির।

৪ পুরসভায় এগিয়ে তৃণমূল কংগ্রেস। চন্দননগরে ৩০টিতে তৃণমূল এগিয়ে ১টিতে বামেরা এগিয়ে। চন্দননগরে আনন্দে মেতেছে তৃণমূলের কর্মীরা। চন্দননগরের আকাশে উড়ছে সবুজ আবির। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ছিল ৪ পুরসভায় ভোট। ১৪ ফেব্রুয়ারি, সোমবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল, ৪ পুরনিগমেই এগিয়ে ছিল তৃণমূল। সকাল থেকেই উৎসবের মেজাজে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। সকাল থেকেই সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতাতে দেখা গিয়েছে তৃণমূল সমর্থকদের। সবুজ আবির উড়িয়ে আর বাজনা বাজিয়ে আনন্দে মাততে দেখা গিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের। বেলা বাড়তেই একাধিক জায়গায় তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল কেন্দ্রে সকাল থেকেই এগিয়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূলকে। বেলা বাড়তেই একের পরে এক জায়গা থেকে তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। তৃণমূলের জয়ের আনন্দে মাততে দেখা যায় চন্দননগরের মানষকে।
 

03:25শ্যামসুন্দরী মন্দিরে গিয়ে সোনার গয়না চাওয়ার অভিযোগ কুণালের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল02:51'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম শাসানি বাবুল সুপ্রিয়র07:49'বাবুলকে খুব তাড়াতাড়ি জেলে ঢোকাব' দ্বিতীয় হুগলি সেতুতে চরম সংঘাতের পর প্রতিক্রিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের05:26শনিবার ৪ জানুয়ারি এই রাশিদের জীবনে ঘনিয়ে আসছে অন্ধকার, দেখে নিন আজকের রাশিফল02:47North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে04:24ফের অভয়া কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে03:14১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয় বাসিন্দাদের04:31'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই প্রান গেল তৃণমূল কাউন্সিলারের' বিস্ফোরক মন্তব্য সুজন চক্রবর্তীর01:59গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আরও এক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার05:22‘মমতা দুই দিন পর বিএসএফ-কেও না রাষ্ট্রদ্রোহী বলে দেন’ পাল্টা দিলেন অধীর রঞ্জন চৌধুরী