ছট পুজোয় মেতেছে এখন গোটা দেশ। সেই ছট পুজোরই ভিড় দেখা গেল শনিবার সকালে রামকৃষ্ণপুর গঙ্গা ঘাটে। শনিবার ভোর থেকেই সেখানে শুরু হয় গিয়েছিল পুজো। করোনার সতর্কতায় বিশেষ প্রশাসনিক ব্যবস্থা ছিল সেখানে। সেই সঙ্গেই ড্রোন ক্যামেরায় নজরদারি চলেছে সেখানে। পাশাপাশি সেখানে মাইকিং করে সামাজিক দূরত্ব ও মুখে মাক্স পড়ার আবেদন জানান হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রসঙ্গত, এবার কলকাতায় ছট পুজোর জন্য মোট ৪৫ টি ঘাট তৈরি করা হয়েছে। সেই ঘাটের মধ্যে রয়েছে ১৬ টি কৃত্রিম জলাশয়।