পাহাড়ের শিশুদের কাছে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন উপহার, এরপর দার্জিলিং রাস্তায় বেরিয়ে আচমকাই সবজীর দোকানে দাঁড়িয়ে পড়েন
সোমবার দার্জিলিং সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সেদিন তাঁকে ফুচকা বানিয়ে পরিবেশন করতে দেখা গেল | আজ তিনি পাহাড়ের শিশুদের কাছে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | আজ গুরুপূর্ণিমার দিন, আজ তিনি বললেন, আজকের দিনটা আমি শিশুদের উৎসর্গ করলাম | তিনি বললেন, আজকের দিনটা আমার কাছে শিশু দিবস | এরপর দার্জিলিং রাস্তায় বেরিয়ে আচমকাই সবজীর দোকানে দাঁড়িয়ে পড়েন | আলু, পেঁয়াজ সহ নানা সবজীর কোনটার কী দাম খোঁজ নেন