মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতঃ ভ্রমনে দিয়ে এক গৃহস্তের বাড়িতে মোমো বানালেন তিনি, এরপর ফেসবুকে লেখেন 'আজ আমি দার্জিলিং-এ আমার মর্নিং ওয়াকের সময় মোমো তৈরি করেছি'
সোমবার দার্জিলিং সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , সেদিন তাঁকে ফুচকা বানিয়ে পরিবেশন করতে দেখা গেল , গতকাল তিনি পাহাড়ের শিশুদের কাছে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় | তারপর দার্জিলিং এর রাস্তায় বেরিয়ে আলু, পেঁয়াজ সহ নানা সবজীর কোনটার কী দাম খোঁজ নেন | আজ আবার প্রাতঃ ভ্রমনে দিয়ে এক গৃহস্তের বাড়িতে মোমো বানালেন তিনি , সেই ভিডিও আবার ফেসবুকে পোস্ট করেন তিনি, আর সঙ্গে সঙ্গে ভাইরাল মাননীয়ার মোমো বানানোর ভিডিও
তিনি লেখেন আজকের হাঁটার বিশেষ মুহূর্ত | এরপর ফেসবুকে আবার কিছু ছবি পোস্ট করেন | তাতে তিনি লেখেন আজ আমি দার্জিলিং-এ আমার মর্নিং ওয়াকের সময় মোমো তৈরি করেছি| 'দার্জিলিং সবসময় আমার হৃদয়ে থাকবে' - মমতা
'পাহাড়ের কঠোর পরিশ্রমী লোকদের অভিবাদন জানাই যারা প্রতিটি সফরকে স্মরণীয় করে তোলে' - মমতা