২১ শে জুলাই নিয়ে আজ সকালে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | আর সকল কে ২১ শে জুলাইের আগাম অভিনন্দন ও দেয় মুখ্যমন্ত্রী |
২১ শে জুলাই নিয়ে আজ সকালে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | 'আগামী কাল ২১ শে জুলাই, এটি স্বরনীয় দিন ,ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী | '২১ শে জুলাই নিয়ে আমাদের আবেগ, আমাদের স্বজন, মা মাটি মানুষ কে উৎসর্গ' - মমতা | 'এই সময় আবহাওয়া ভালো থাকে না, তার সত্ত্বেও লাখ লাখ আমাদের কর্মী সমাবেশ এ আসেন' বললেন তিনি | 'সবাই কে আহ্বান জানাই , সবাই আসুন, যারা আসতে পারবেন না, টিভি দেখুন' - মুখ্যমন্ত্রী | ' আমি সব দল নির্বিশেষে কে আহ্বান জানাই ২১ শে জুলাই সমাবেশে আসার জন্য '- মুখ্যমন্ত্রী | '২১ মানেই আন্দোলন , ২১ মানেই ভাষা , ২১ মানেই পথের স্বপ্ন , ২১ মানেই দিশা ' বললেন মুখ্যমন্ত্রী | আর সকল কে ২১ শে জুলাইের আগাম অভিনন্দন ও দেয় মুখ্যমন্ত্রী |