আনুষ্ঠানিকভাবে কলকাতায় শুরু হল নীল-সাদা অটোর অধ্যায়, আপাতত দুটো নীল-সাদা ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-অটো দিয়ে কলকাতায় যাত্রা শুরু হল |
আনুষ্ঠানিকভাবে কলকাতায় শুরু হল নীল-সাদা অটোর অধ্যায়, আপাতত দুটো নীল-সাদা ব্যাটারিচালিত পরিবেশবান্ধব ই-অটো দিয়ে কলকাতায় যাত্রা শুরু হল | নীল-সাদা অটো চালালেনও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম | পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর ও দক্ষিণ অংশে দুটি অটো চলবে বলে জানান ফিরহাদ | ফিরহাদ হাকিম বলেন, হরিয়ানায় তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি চালিত অটো | আগের অটো থেকে এই অটো অনেকটাই যাত্রী স্বাচ্ছন্দ্যের। এই অটোর পিছনের বসার আসন সাধারণ অটোর থেকে কিছুটা চওড়া। ফলে এই অটোয় সফরও অত্যন্ত আরামদায়ক।