বড়দিনে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। প্রতিবছর বড়দিনে ব্যান্ডেল চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। এদিন শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদেরই প্রবেশে অনুমতি মেলে। করোনার জেরে এই প্রার্থনা এবার তিন ভাগে ভাগ করা হয়।
বড়দিনে সেজে উঠেছে ব্যান্ডেল চার্চ। প্রতিবছর বড়দিনে ব্যান্ডেল চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন হয়। এদিন শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদেরই প্রবেশে অনুমতি মেলে। করোনার জেরে এই প্রার্থনা এবার তিন ভাগে ভাগ করা হয়। এই প্রার্থানার সময়েই এবার বদল। অন্যান্য বছর ২৪ ডিসেম্বর রাত ১২টার সময় প্রার্থনা হয়। এবার ২৪ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ শুরু হয় প্রার্থনা। প্রসঙ্গত, জানাগিয়েছে গত প্রায় ৪০০ বছর ধরে ২৪ ডিসেম্বর রাত ১২টার সময় প্রার্থনা হয়। এই একই সময় চলে আসছে এই প্রার্থনা। এবার সেই সময়েই বদল হয়েছে। করোনার জেরে গত বছরও বন্ধ ছিল ব্যান্ডেল চার্চ। চার্চের সামনে থেকেই তাই দর্শনার্থীদের ফিরতে হয়েছে। এবার বন্ধ না থাকলেও এবার বদল হয়েছে প্রার্থনার সময়। রাত ১২টার বদলে এবার প্রার্থনা শুরু হয় রাত সাড়ে ১০ টা থেকে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ছাড়া এই সময় অন্য ধর্মের মানুষদের প্রবেশাধিকার ছিল না।