Christmas 2021: বছর শেষে উৎসবের মরসুম, বড়দিনে সেজে উঠেছে রানাঘাটের ক্যাথলিক চার্চ

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ।যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরই নানা রঙে সেজে ওঠে নদিয়ার অন্যতম প্রাচীন এই চার্চ।সেজে ওঠে গোশালাও। নদিয়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রানাঘাট বেগোপারা চার্চে প্রার্থনা করতে এবং ঘুরতে আসেন বহু মানুষ।
 

বছর শেষে উৎসবের মরসুম এখন চারপাশে। বড়দিনের আনন্দে মেতে আছে গোটা দেশ। বড়দিনের আগে সেজে উঠেছে চারপাশ। বড়দিন, আর তার পরেই নতুন বছর। বছর শেষের এই কটা দিন উৎসবের মেজাজে থাকে সকলে। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে রানাঘাট বেগোপাড়ার ক্যাথলিক চার্চ। যীশুখ্রিস্টের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছরই নানা রঙে সেজে ওঠে নদিয়ার অন্যতম প্রাচীন এই চার্চ, সেজে ওঠে গোশালাও। এবারও তার অন্যথা হল না। এবছরও আলোয় সেজে উঠছে চার্চ। নদিয়া ছাড়াও বিভিন্ন জায়গা থেকে রানাঘাট বেগোপাড়ার এই চার্চে প্রার্থনা করতে এবং ঘুরতে আসেন বহু মানুষ। এই বছরও সেখানে বড়দিনের উৎসবের অনুষ্ঠান হচ্ছে কোভিড বিধি মেনেই। চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে ইতিমধ্যে সকলের কাছে আবেদন করা হয়েছে তারা যেন কোভিড বিধি মেনে চার্চে প্রবেশ করেন। এককথায় বড়দিনে সেজে উঠেছে রানাঘাটের এই চার্চ। 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর